টুম্পামনি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ জুলাই, ২০১৮, ০৭:৪৪:১৪ সন্ধ্যা



গোলমাল করনা টুম্পামনি পড়ছে

মশাদের ঝাঁক এসে গুনগুন করছে

কাজ নেই শুধুশুধু কয়েলটা জ্বলছে

লোডশেডিং রোজ তায় মোমটাও গলছে।

এতসব উৎপাত পড়া যায়?

বিগড়ে গেছে তায় মাথাটায়

পড়বনা আজ আর ঘুম পায়

মা বলে থাক আজ খেতে আয়।

মাথাটা খাবে সে পা'তে দাও

চিবিয়ে খাবে সে কাঁটাটাও

ঝাল যত বেশী হোক ঝোল দাও

খেয়ে এবার কান্নায় হাওকাও।

কান্নাটা থেমে যায় ঘুম এলে

ঘুমটাও যাবেনা ট্যাব পেলে

কার্টুনের সাথে সে রোজ খেলে

ফড়িং হয়ে উড়ে যায় ডানা মেলে।

এভাবেই কেটে যায় রাত দিন

টুম্পামনি শিখে আজ দুই তিন

এভাবেই পড়তে হয় শিখে নিন

হেসেখেলে শিশুটাকে বাড়তে দিন।

বিষয়: বিবিধ

৬০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File