পাহাড়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুলাই, ২০১৮, ০১:৪১:৪৩ দুপুর

পাহাড়ের বুকে যে ক্ষতটা

ছিলনা বড়সড় অতটা

রোদ এসে ঘা দেয়

বৃষ্টিও তা দেয়

ক্ষয়ে যায় ধ্বসে যায়

নেই তবু নতটা

পাহাড়ের বুকে যে ক্ষতটা।

পাহাড়ের বুুকে যত কান্না

চেষ্টার ত্রুটি নেই, আর না

নদী বলে থাকনা

আমারওতো জল চাই

জল ছাড়া বাঁচা দায়

জল দিও বেঁচে থাকার যতটা।

পাহাড়ের বুকে যে ক্ষতটা।।

পাহাড়ের চুড়ায় মেঘ ভেসে যায়

একা একা হেসে যায়

পাহাড়েরও মন চায় যাবে দূর

আজ তার মন উদাস, লাগে ঘোর

ঘোরে তার জেগে উঠে ব্যাথাটা

বেশী নয় অতটা

পাহাড়ের বুকে যে ক্ষতটা।

বিষয়: বিবিধ

৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File