=-=-=- কে?=-=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ জুলাই, ২০১৮, ০২:০২:৫৮ রাত
কে দিয়েছে মোবাইল ফোন
কে দিয়েছে কে?
দাদু বলে পোলাপাইনের
ঘুম কেড়েছে।
সারা রাত পিরিত করে
স্কুল ছেড়েছে
লেখাপড়া হয়নি কিছুই
ফেইল মেরেছে।
কে দিয়েছে মোবাইল ফোন
ধরে লটকা না
দাদু যদি পায় তারে
দেবে চটকানা।
বিষয়: বিবিধ
৫৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন