সোনার ছেলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুলাই, ২০১৮, ০১:৪০:০৫ রাত
হাতুড়ি মামুন হাতুড়ি মামুন
করছ তুমি কী?
এই দেখনা হরেক মডেল
হাতুুড়ি এনেছি।
ইচ্ছে যাকে হাড় ভেঙ্গে দাও
মেরুদন্ডের শিরদাড়াটাও
বলুক লোকে ছিঃ
বলবে তুমি সোনার ছেলে
কলম ছুড়ি হাতুড়ি পেলে
তেল খাইনা ঘি।
ঘিয়ে ভাজা কুড়মুড়ে
হাড্ডিগুড্ডি দাও গুড়ে
নেতা মেনেছি
হরেক রকম হরেক দামের
সবই দারুণ সবই কামের
হাতুড়ি এনেছি।
বিষয়: বিবিধ
৮৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন