সদা মনে ভয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ জুলাই, ২০১৮, ০৩:৫৮:৫৬ দুপুর
দেখতে ঠিক মানুষেরই মতো
কিন্তু মানুষ নয়
সদা মনে ভয়।
এই বুঝি আসল তেড়ে
পালাও পালাও জায়গা ছেড়ে
লগি-বৈঠা, ছোরা, হাতুড়ি হলে নয়ছয়
সদা মনে ভয়।
হাতে মারে পায়ে মারে
মারতে থাকে যত পারে
আইন আদালত আছে তবে তাদের জন্য নয়
সদা মনে ভয়।
দেখতে শুনতে মানুষ বটে
তবুও কেন এমন ঘটে
সদলবলে হামলে পড়ে জান মানের ক্ষয়
সদা মনে ভয়।
বিষয়: বিবিধ
৫০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন