হাতুড়ে ডাক্তার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ জুলাই, ২০১৮, ০২:৫০:৪৪ রাত
হাতুড়ে ডাক্তার পা ভাঙ্গা কাজ তার
হাড়গুড় সব দেয় গুড়িয়ে
ইয়াবা গোটা তিন লিখে দেয় সাত দিন
খেতে হবে সিগারেটে মুড়িয়ে।
ধরে যদি পুলিশে খুলে নেবে খুলি সে
ধড় থেকে তুলে নেবে মাথাটা
উপরের তলাতে মনটা গলাতে
মন্ত্রীর মাথায় ধরে ছাতাটা।
সমাজের অলি গলি চলে সে পায়ে দলি
ভাবটা যেন এক গুন্ডা
মানুষের পিঠে, পায়ে তুলে দেয় এক ঘায়ে
দু'চাকার চলন্ত হুন্ডা।
হাতুড়ে ডাক্তার মা বোন নাই তার
নাম্বার ওয়ান ছিচড়ে নষ্ট
কতো নারী পাড়া ছাড়ি চলে যায় গ্রামের বাড়ী
পেয়ে তার ইভ টিজের কষ্ট।
কোনদিন জনতা এনে দেবে সমতা
হাড়গুড় ভেঙ্গে দেবে ঘুষিতে
ছিলে তার চামড়া যদু, মধু, শামরা
নুন মরিচ মাখাবে খুশিতে।
বিষয়: বিবিধ
৬২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন