জিম্মি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ জুলাই, ২০১৮, ০১:৫৫:৪৭ দুপুর



কোটার আগুণে পুড়ছে দেশ কোটা নিয়ে ফন্দি

জুতোর তলায় পিষছে মানুষ জুতোর তলায় বন্দি।

নারীর শরীরে হাত দিয়ে ওরা রাখবে ধরে কোটা

একাত্তরেও চেয়েছিল পারেনিতো ছিটেফোটা

মুখে কুলুপ দিয়ে আছো যারা বুদ্ধিজীবি নাম

প্রিন্ট মিডিয়া চুপ কেন, কী তোমাদের কাম?

পিটিয়ে যারা মারছে মানুষ প্রকাশ্য দিবালোকে

কিসের কোটা রাখবে ধরে কোন চেতনার শোকে?

একত্তরে যারা দিয়ে গেছে প্রাণ মরছে ধুকে গাজি

কোটার ভাগ পায়না তারা বাজি ধরতে রাজি।

কোটার জন্য যুদ্ধ নাকি যুদ্ধের জন্য কোটা

কৌটার ভেতর কোটা ঢুকে জিম্মি জাতি গোটা।

বিষয়: বিবিধ

৬৭১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385641
০৫ জুলাই ২০১৮ রাত ০৯:৫২
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
০৫ জুলাই ২০১৮ রাত ১০:০৯
317847
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File