অভাব যখন স্বভাবে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জুন, ২০১৮, ১০:৫০:৫৩ রাত

অভাব কি আর যায়রে মনা

স্বভাব যদি খায়খায়

যতই মিলে ধন দৌলত

অন্তর তবু হায়হায়।

নাইনাই স্বভাব যার

পাইপাই হিসেব চায়

অভাব তাকেই ভালবাসে

কাছেকাছে রাখে তায়।

মিথ্যেবাদীর যায়না অভাব

খেয়ে বলে খাইনাই

ন্যায় অন্যায় ধার ধারেনা

খোঁচায় তাকে অভাবটাই।

অভবা আর থাকবেনা মনা

বদলে ফেল স্বভাবটায়

শুকরিয়াটা করতে শিখ

দেখবে তবে অভাব নাই।

বিষয়: বিবিধ

৭৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File