হলদে পাখি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জুন, ২০১৮, ১২:৪২:১৮ দুপুর

কুটুম পাখি কুটুম পাখি
ডাকছো তুমি কাকে
কাকে তুমি খুঁজে বেড়াও
সে কোথায় থাকে?
সোনাবউ সোনাবউ
আসবে নাকি ঘরে
তোমার সনে বলব কথা
মন আনচান করে।
‘চীয়া’ বোলে ডাক দিয়ে
হলদে পাখি যায়
ইচ্ছে করে রাখব পুষে
ধরতে যদি পাই।
বিষয়: বিবিধ
৭৬৮ বার পঠিত, ৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন