সময় বাণী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুন, ২০১৮, ০৭:৫৬:১১ সন্ধ্যা
মন দিয়ে নামাজে রিপুটা থামা যে
মন দিয়ে পড়াতে আলোটা ছড়াতে
এইতো সময় নেইতো সময়।
মোবাইলে বা ট্যাবে সময়টা দেবে
যতো কম পারো তার চাইতে আরো
নেইতো সময় এইতো সময়।
সময়তো ক্ষণিকের ঘন্টা, মিনিট দৈনিকের
যতো পারো আরো কাজে লাগাও তারও
এইতো সময় নেইতো সময়।
বিষয়: বিবিধ
৬৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন