চুপ কথা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জুন, ২০১৮, ০৬:৩৮:৪৪ সন্ধ্যা
অন্ধ যারা দেখতে পায়না চোখে
বধির যারা শুনতে পায়না মোটে।
অন্ধ আছে এমন কিছু লোকে
চোখ বুজে পরের মাল লুটে
বধির আছে এমন কিছু লোকে
ন্যায্য কথা শুনবেনা সে মোটে।
এভাবেইতো লুট শেয়ার বাজার
এভাবেই ভল্ট হয়ে যায় ফাঁকা
এভাবেইতো রাজ্য চলে রাজার
গুমের ভয়ে চুপটি মেরে থাকা।
উন্নয়নের গল্প শোনায় যারা
টকশোতে সুশীল চদ্মবেশ
ভাগের মালে ভাগ পাচ্ছে তারা
খাচ্ছে এবং হচ্ছে মোটা বেশ।
এসব কথা বলব বল কাকে
শুনতে পেলে খড়গ নেমে আসে
অন্ধ এবং বধির ভালই থাকে
চুপিচুপি মনেমনে হাসে।
বিষয়: বিবিধ
৬৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন