ঈদ মোবারক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ জুন, ২০১৮, ০৬:১৪:৪৭ সকাল
ঈদ কার্ডের চল গেছে
লাচ্ছির গেছে স্বাদ
ইনবক্সে ভরে আছে
মোবারকবাদ।
দাম বেড়েছে জুতো, জামা
তেল, মরিচ, নুনে
কিনছে তবু ডাবল ডাবল
ক্রেডিট কার্ডের গুণে।
বদলে গেছে সময় যেমন
চাল-চলন, মন
এইতো সেদিন রূপ বদলে
প্রিয়ার সংসার এখন।
তবুও কিছুর হয়না বদল
চিকন সূতার চাঁদ
আমারও কি হয়নি বদল!
নেইতো আর উন্মাদ।
ঈদ মোবারক শৈশব আমার
তোমায় করি মিস
আরতো কিছুই মন ভরেনা
সদ্য বউয়ের কিস।
বিষয়: বিবিধ
৬৭৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://banshkhalitimes.com/2018/06/16/সৈয়দ-আহমেদ-হাবিবের-ছড়া-ঈদ/
কোনই কারণ নাই
বিদেশ থেকে কামাচ্ছেন
প্রিয়ার কাছে পাঠাচ্ছেন
দাম বেড়েছে তাই
কামাই টামাই নাই
সাদামাটা দিন যায়
মন্তব্য করতে লগইন করুন