মাল বাবু

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুন, ২০১৮, ১২:৩৩:৩৪ দুপুর

মাল বাবু খোলা চি‌ঠি দিলাম তোমার কা‌ছে

প্রবাসীরা তোমার প্রে‌মে দারুন ম‌জে আ‌ছে।

শুন‌তে পা‌চ্ছি ঘা‌মের টাকায় ট্যাক্স বস‌তে চায়

লু‌টে পু‌টে সব‌তো খে‌লে কিছুই‌তো আর নাই।

শেয়ার খে‌লে, ভল্ট খে‌লে, খেতে খে‌তে লাল

রে‌মিট্যা‌ন্সে চোখ প‌ড়ে‌ছে ভাবছ দারুন মাল।

সর্ব খাদক বল‌ছি তো‌কে হাত লা‌গা‌বি য‌দি

এ‌দিক সে‌দিক নড়‌লে ক‌ড়ি বই‌বে রক্ত ন‌দি।

ভাব‌ছো বু‌ঝি বু‌ড়ো পাগল বল‌বে স‌বে থাক

তা হ‌বেনা সাম‌লে রা‌খিস তেল‌তে‌লে ওই টাক।

সেটা দি‌য়েই শুরু হ‌বে ডুগডু‌গি ডুগ ডুগ

মালবাবু চি‌ঠি পড়া‌ শেষ হ‌লে খে‌য়ে নে এক ঢোগ।

বিষয়: বিবিধ

৭২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385520
১৩ জুন ২০১৮ দুপুর ০৩:৫০
হতভাগা লিখেছেন : আমার কাছে ট্যাক্স হচ্ছে - সরকারে যেসব দলের লোকেরা আসে তারা ইচ্ছেমত বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন খাত হতে টাকা লুটে পুটে নেয় । সে সব টাকার ঘাটতি পূরণে ট্যাক্স বাড়ায় বা ট্যাক্সের খাত বাড়ায় । যারা টাকা লুটে নিয়েছে তাদেরকে কেউই ধরার সাহস তো দূরে , নামও উচ্চারণ করতে ভয় পায়। এই সিলিসিলা চলতে থাকে সবসময়ই। ট্যাক্স দেয় শুধুই নিরীহ মানুষেরা যারা হেনস্তা হতে চায় না ট্যাক্সের নামে।

যারা আসলেই ট্যাক্স দেবার দাবীদার তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে কৈয়ের তেলে কৈ ভাজে । তারা রাজনৈতিক দলের বড় বড় নেতাদের ছত্রছায়ায় থাকে । ট্যাক্স আদায়কারিরা তাদের তোয়াজ করে চলে। এসব লোক কিন্তু সংখ্যায় একেবারেই কম। তারা যদি সত্যি সত্যিই রেগুলার ট্যাক্স দিত তাহলে বাংলাদেশের আর কারও ট্যাক্স না দিলেও চলতো।

এমনিতেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স মেরে দিয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে পাঠানো হয়েছে। এবার প্রবাসীদের আয়ের উপর ট্যাক্স বসিয়েছে আরও বড় দাও মারার জন্য। মনে হয় ক্যাসিনো চেন্জ করেছে।
১৩ জুন ২০১৮ সন্ধ্যা ০৭:১৫
317753
বাকপ্রবাস লিখেছেন : দেশটাকে শুয়োরের খোয়াড় বানিয়ে ছাড়বে
385523
১৫ জুন ২০১৮ রাত ০২:২৭
আমি আল বদর বলছি লিখেছেন : মুট কথা মালকে প্রচুর মারতে হবে হা প্রচুর মারতে হবে
১৬ জুন ২০১৮ সকাল ০৬:১৬
317768
বাকপ্রবাস লিখেছেন : দারুণ জবাবা হা হা হা
385532
১৫ জুন ২০১৮ সকাল ১১:১০
কুয়েত থেকে লিখেছেন : প্রবাসীরা আবুল মালের প্রে‌মে দারুন ম‌জে আ‌ছে। কাছে পেলে কিল লাতি একটাও মাটিতে পড়তোনা।ধন্যবাদ
১৬ জুন ২০১৮ সকাল ০৬:১৬
317769
বাকপ্রবাস লিখেছেন : দুএকটা পড়লেও তার দ্বিগুণ দিয়ে পুুষিয়ে দেবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File