মাল বাবু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুন, ২০১৮, ১২:৩৩:৩৪ দুপুর
মাল বাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে
প্রবাসীরা তোমার প্রেমে দারুন মজে আছে।
শুনতে পাচ্ছি ঘামের টাকায় ট্যাক্স বসতে চায়
লুটে পুটে সবতো খেলে কিছুইতো আর নাই।
শেয়ার খেলে, ভল্ট খেলে, খেতে খেতে লাল
রেমিট্যান্সে চোখ পড়েছে ভাবছ দারুন মাল।
সর্ব খাদক বলছি তোকে হাত লাগাবি যদি
এদিক সেদিক নড়লে কড়ি বইবে রক্ত নদি।
ভাবছো বুঝি বুড়ো পাগল বলবে সবে থাক
তা হবেনা সামলে রাখিস তেলতেলে ওই টাক।
সেটা দিয়েই শুরু হবে ডুগডুগি ডুগ ডুগ
মালবাবু চিঠি পড়া শেষ হলে খেয়ে নে এক ঢোগ।
বিষয়: বিবিধ
৭২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা আসলেই ট্যাক্স দেবার দাবীদার তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে কৈয়ের তেলে কৈ ভাজে । তারা রাজনৈতিক দলের বড় বড় নেতাদের ছত্রছায়ায় থাকে । ট্যাক্স আদায়কারিরা তাদের তোয়াজ করে চলে। এসব লোক কিন্তু সংখ্যায় একেবারেই কম। তারা যদি সত্যি সত্যিই রেগুলার ট্যাক্স দিত তাহলে বাংলাদেশের আর কারও ট্যাক্স না দিলেও চলতো।
এমনিতেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স মেরে দিয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে পাঠানো হয়েছে। এবার প্রবাসীদের আয়ের উপর ট্যাক্স বসিয়েছে আরও বড় দাও মারার জন্য। মনে হয় ক্যাসিনো চেন্জ করেছে।
মন্তব্য করতে লগইন করুন