বাবা পুলিশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জুন, ২০১৮, ০৯:৩৭:৫২ সকাল
পুলিশ হাতায় পকেট
সোনাদানা লকেট
পায়না কিছু আর
হয়না তবু ছাড়।
ঘাড়ে দেয় থাবা
ভরে দেয় বাবা
বেটা চল থানায়
শুরু ধানায় পানায়।
আজব ব্যাপার চলে
চোখ ভিজে যায় জলে
ক্রস ফায়ারের দফা
লাখ টাকায় রফা।
বিষয়: বিবিধ
৬৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন