আমি ভাল আছি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ মে, ২০১৮, ০৮:৫৭:০৫ সকাল
গতরাতে ঘুুম হয়নি
তার আগের রাতেও
আজও ঘুম হবেনা
বেশ কিছুদিন, মাস, বছর
ঘুম হয়না
আমি ভাল আছি।
মানুষ এড়িয়ে চলি
পালিয়ে বেড়াই
চেনা মানুষগুলো ভাল লাগেনা
অচেনা মানুষগুলো দিনে দিনে
চেনা হয়ে যায়, আবার
পালানোর তাড়া
আমি ভাল আছি।
কবিতা লিখিনা আমি
লেখা হয়নি কখনো
লিখতেও জানিনা
আমার কখনো মনে হয়না
একটা কবিতা লিখি, হবেওনা
আমি ভাল আছি।
বিষয়: বিবিধ
৫৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন