সেই পুকুরে ডুবল আমার শৈশব

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মে, ২০১৮, ১১:১৮:০৬ সকাল

পুকুর পাড়ে ছিল এক

পেয়ারা গাছ

টুনটুনিটা টুনটুনিয়ে

দিত নাচ।

দেখতে আহা ভীষণ ভালো

লাগত'যে

টুনটুনিটা সেই গাছেই

থাকত'যে।

মাঝ পুকুরে থাকতো ফোটে

শাপলা ফুল

হাওয়া এসে ঢেউয়ের তালে

দিত দোল।

মন আমার থাকত পরে

সেই পুকুরে

ডুবতে ডুবতে সাঁতার শেখা

দিন দুপুরে।

সেই পুকুর ভরাট হলো

পাহাড় বালি

মনটা আমার ভেঙ্গেচুরে

হলো খালি।

সেই পুকুরের বুকে আজ

বিশাল বাড়ি

শৈশব আমার গেল চলে

আমায় ছাড়ি।

বিষয়: বিবিধ

৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File