বৃষ্টির ছোঁয়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৮, ০৭:০৩:০৮ সন্ধ্যা
যেন বৃষ্টি এল তুমি এলে সাথে
থেকে গেলে বৃষ্টি মধুর রাতে
অনেক দিনের পরে আবার
তোমার সঙ্গ পেয়েছি।
অনেক কথা জমেছিল হৃদয় অনল পুড়ে
কাব্য হয়ে ঝরেছিল ডায়রীর পাতা জুড়ে
কতো রাত ভোর হয়েছে
তোমায় পেতে চেয়েছি।
যেন বৃষ্টি শেষে তুমি গেছ চলে
নয়নটুকু ভরিয়ে দিলে জলে
আবার কবে আসবে বল
পথ চেয়ে থেকেছি।
বিষয়: বিবিধ
৬৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনটা জুড়ায়
মন্তব্য করতে লগইন করুন