ভাল ছেলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ এপ্রিল, ২০১৮, ০৫:৫৯:৩৫ বিকাল
ভাল ছেলে পড়া শিখে স্কুলে যায় রোজ
স্কুল কামায় হলে তবে টিচারে নেয় খোঁজ।
ভাল ছেলে ভাল তায় সন্ধ্যে হবার আগে
পড়তে হবে সেই চিন্তায় খেলা ফেলে ভাগে।
ভাল ছেলে কথা শুনে ভক্তি শ্রদ্ধায় সেরা
কেউ কোনদিন খায়নি কভূ ভাল ছেলের প্যারা।
আগুন আগুন চিৎকার শুনে সকলে দৌড়ে আসে
ভাল ছেলে ছাদের উপর দেখে অনায়াসে।
যে ছেলেটা মন্দ বলে কেউ বাসেনি ভালো
সবার আগে জ্বালালো সে মানবতার আলো।
বিষয়: বিবিধ
৬৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন