=-= ফাঁদ =-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ এপ্রিল, ২০১৮, ০৬:৪২:২৭ সন্ধ্যা
ঘুরে এসে দিল্লি
লেজকাটা বিল্লি
নিয়ে এল ফাঁদ এর খাঁচাটা
দরজাটা খুলে দাও
খাবারটা ঝুলে দাও
দেখ তবে ইঁদুরের নাচাটা।
ইঁদুরের দল এসে
খেয়ে গেল অবশেষে
লিখে গেল ছোট এক চিরকুট
স্বাদে আর গুণে ভরা
দেখতেও নজরকাড়া
কোথা পেলে মজাদার বিস্কুট?
বিষয়: বিবিধ
৫৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন