গুগল ফিস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ এপ্রিল, ২০১৮, ০৪:৩৬:১২ বিকাল
মাছ ছাড়া ভাত খাবেইনা
খোকন সোনার বায়না
কত্ত করে ডাকলাম তাকে
আয়না সোনা আয়না।
না খাবনা এক কথা তার
মাছ এনে দাও মাছ
এই নে তবে এনে দিলাম
ইলিশ কাটা বাছ।
দেখিস আবার বিধবে গলায়
ধীরে সুস্থ্যে খা
গুগল ঘেটে পেলাম শেষে
আস্ত ইলিশটা।
বিষয়: বিবিধ
৫৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাশ-আল্লাহ্ ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন