গুগল ফিস

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ এপ্রিল, ২০১৮, ০৪:৩৬:১২ বিকাল



মাছ ছাড়া ভাত খাবেইনা

খোকন সোনার বায়না

কত্ত করে ডাকলাম তাকে

আয়না সোনা আয়না।

না খাবনা এক কথা তার

মাছ এনে দাও মাছ

এই নে তবে এনে দিলাম

ইলিশ কাটা বাছ।

দেখিস আবার বিধবে গলায়

ধীরে সুস্থ্যে খা

গুগল ঘেটে পেলাম শে‌ষে

আস্ত ইলিশটা।

বিষয়: বিবিধ

৫৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385168
২৫ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ০৭:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
মাশ-আল্লাহ্ ভালো লাগলো।
২৫ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ০৭:৩২
317595
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম আপু Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File