ওরা কারা?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ এপ্রিল, ২০১৮, ০২:১৬:৪০ দুপুর
ওরা কারা?
যাচ্ছে সারি সারি
কোথায় পেল ভিসা টিকেট
কোথায় তাদের বাড়ি?
ওরা কারা?
একই রং আর ঢং
দেখতে শুনতে হচ্ছে মনে
যাত্রা পালার সং।
ওরা কারা?
তীর্থে গেল বুঝি?
কেউ বলেনা হাসছে সবে
কারণটা তায় খুঁজি।
বিষয়: বিবিধ
৬৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন