অনুশোচনা (অণুগল্প)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ এপ্রিল, ২০১৮, ০৭:৫৭:৩৮ সন্ধ্যা

সকাল হলে সবাই দেখতে গেল। আনু মিয়াও গিয়েছিল। আইল্যান্ড এর উপর শুয়েছিল চোরটা। রাতে চুরি করতে গিয়ে ধাওয়া খেয়ে মাঝ রাস্তায়। সেখানেই ধপাধপ কোপ। পুরো শরীরে কোপের চিহ্ণ। রক্ত গড়িয়ে সূর্যের আলোতে শুকিয়ে যাচ্ছিল। তখনো প্রাণ ছিল লোকটার। কাতরাতে কাতরাতে মুখ দিয়ে বাতাসের সাথে যে শব্দটা বের হয়ে আসছিল সেটা পানি, পানি।

সবার ক্ষোভ আর ঘৃণার মাঝে পানিটা বাষ্প হয়ে উড়ে গেল। পুলিশ আসার অপেক্ষায়। আনু মিয়ার একবার মনে হয়েছিল রাস্তার পাশের দোকান থেকে চেয়ে নিয়ে হলেও একটু পানি খাওয়ার ব্যাবস্থা করবে। মনে জড়তা রেখে সেও চলে গেল তার গন্তব্যে। পরে শুনেছিল সেখানেই মারা গেছে। তীব্র অনুশোচনা হয়েছিল আনু মিয়ার। একজন মৃত্যুপথযাত্রীকে সে একটু পানি এগিয়ে দিতে পারলনা। সেই থেকে সে মনে মনে শপথ করে রেখেছে কারো উপকার করার উপায় থাকলে আর ফিরে আসবেনা।

সন্ধ্যো হয়ে এলো। আলো সরে যাচ্ছে। মাগরীবের আযান হল একটু আগেই। কাজ শেষে বাড়ি ফিরছিল আনু মিয়া। পথে পড়ে আছে ওয়ালেটটা। আহা বেচারা, যে হারিয়েছে নিশ্চয় চিন্তিত কোথায় হারাল ভেবে। ভেতরে যদি কোন ঠিকানা লেখা থাকে তাহলে যোগাযোগ করে দিয়ে দেয়া যাবে।

উপুড় হয়ে তুলতে গিয়ে সরে গেল ওয়ালেটটা। তখনো যে বুঝতে পারেনি। আবার তুলতে গিয়ে এবারও সরে গেল। এবার আর বুঝতে বাকি নেই। অন্ধকারে একদল হাসির শব্দ নিয়ে হেঁটে চলে যায় আনু মিয়া। আর ভাবতে থাকে ছিঃ ছিঃ ছিঃ উপকার করতে গিয়ে চোরের অপবাদটাই না লাগে।

বিষয়: বিবিধ

৬৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385147
২৩ এপ্রিল ২০১৮ রাত ১২:১০
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ভালো লাগলো। এরকম কান্ড আমি আরো শুনেছি। সবারই সচেতন হওয়া উচিত এ ধরণের প্রতারক চক্রের ব্যাপারে।
২৩ এপ্রিল ২০১৮ দুপুর ১২:৩৬
317588
বাকপ্রবাস লিখেছেন : এটা ঘটেছিল, আমি তারাবির নামাজ পড়তে যাচ্ছিলাম, একদল ছেলে রাস্তায় মানিব্যাগ রেখে সুতো বেঁধে আড়ালে বসেছিল, আমার মনে হল যার ব্যাগ তাকে দেয়া যায় কিনা, কোন ঠিকানা আছে কিনা, নিতে গেলাম সুতোয় টান। বুঝতে আর বাকী রইল, তারা মজা করার জন্যই এই কাজটা করছে, লজ্বা নিয়ে হাঁটা দিলাম, আর সবাই হো হো করে হাসছে।
385156
২৩ এপ্রিল ২০১৮ দুপুর ০২:১৩
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : অতঃপর আনু মিয়া কি শপথ করিলেন ?
২৩ এপ্রিল ২০১৮ বিকাল ০৪:৫৭
317589
বাকপ্রবাস লিখেছেন : বুঝিয়া শুনিয়া উপকার করিতে হইবেRolling on the Floor
385180
২৮ এপ্রিল ২০১৮ দুপুর ০৩:৩৮
আমি আল বদর বলছি লিখেছেন : কি সাংঘাতিক
২৯ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ০৬:৪৯
317604
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ, যদিও এটা ভাল মানের অনুগল্প হয়নি, অণুগল্প এর কিছু বেশিষ্ট্য থাকে এটা চেষ্টা করেছি মাত্র
385208
৩০ এপ্রিল ২০১৮ দুপুর ০৩:০০
আমি আল বদর বলছি লিখেছেন : তারপরও খুবই ভাল লাগেছে আমার আশাকরি সামনে আরও ভাল কিছু উপহার পাবো
৩০ এপ্রিল ২০১৮ দুপুর ০৩:৪৪
317607
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File