সাবিতা ভাবিটা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ এপ্রিল, ২০১৮, ০৩:৪৯:৪৬ দুপুর

সাবিতা ভাবিটা দুষ্টুর নাভিটা

হাটে হনহন

পাড়ার পোলাপান সিনায় দিয়ে টান

ঘুরে ভনভন।

স্বাজে আহারে চুলের বাহারে

ঠোটকোনে তিল

তাকায় আড়চোখে ধুকধুক করে বুকে

কেড়ে নিয়ে দিল।

রিকশায় বসে একা চাহনি নেকানেকা

যায় কোথায় রোজ

পোলাপান চিন্তায় ভেবে যায় দিনটাই

নিতে গিয়ে খোঁজ।

ওয়েদার হট করে পোলাপান জট করে

হয়ে গেল হাওয়া

হায়হায় গেল কই হৈহৈ রৈরৈ

বন্ধ নাওয়া খাওয়া।

ফিরে আসো সাবিতা আমাদের ভাবিটা

উসখুস মনে

পাড়ার পোলাপান হতাশার গায় গান

তাকিয়ে গগনে।

বিষয়: বিবিধ

৬২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385196
২৯ এপ্রিল ২০১৮ দুপুর ০১:১০
আমি আল বদর বলছি লিখেছেন : পুরাই ১৮+ কবিতা Tongue
২৯ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ০৬:৪৮
317603
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা যদিও সাবিতা রাজনৈতিক ক্যারেক্টার ছিল
385207
৩০ এপ্রিল ২০১৮ দুপুর ০২:৫৮
আমি আল বদর বলছি লিখেছেন : হা ভাইজান সেটা জানি আমিও তো সাবিতার জন্য কবিতা লিখতেও রাজি আছিলাম
.
যদি শুধু এইটুকু বলে দিতো আজ পর্য্যন্ত কতজন সোনার ছেলের বিছানা গরম করেছিল
৩০ এপ্রিল ২০১৮ দুপুর ০৩:৪৪
317608
বাকপ্রবাস লিখেছেন : হো হো হো
385212
৩০ এপ্রিল ২০১৮ বিকাল ০৪:০৯
আমি আল বদর বলছি লিখেছেন : বিড়াট বড় শরম পেয়েছি আপনার হাসির কারণে
০২ মে ২০১৮ সকাল ১১:১২
317623
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File