.... লংকা ...

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ এপ্রিল, ২০১৮, ০৩:২৬:১৬ রাত

তোকে পেলে কচলে খাব লংকা

পিষে খাব, চুষে খাব, কামড়ে খাব

হামলে খাব, সামলে খাব, ঘামলেও খাব।

স্বাদে খাব, বিস্বাদে খাব, আচার এবং তরকারীতে

চায়ে খাব, শরবতে খাব, অযথা এবং দরকারিতে।

তোকে পেলে ছেকে খাব লংকা

রেখে খাব, দেখে খাব, মেখে খাব ভাতে

নরম খাব, গরম খাব, দিনে এবং রাতে।

পুড়ে খাব, ছুড়ে খাব, মুড়ে খাব আর

তেড়ে খাব, নেড়ে খাব পাবেনা তবু ছাড়।

তোকে পেলে রেখে দেব লংকা

যতই বাড়ুক হারিয়ে যাবার শংকা।

বিষয়: বিবিধ

৬৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File