=-=ঘোর=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ এপ্রিল, ২০১৮, ০৫:০৪:১১ সকাল
তোমার জন্য প্লেইন কিনেছি
ওড়ব তোমায় নিয়ে
আটকে দেব টাকার ভারে
নুইয়ে পড়া বিয়ে।
তোমার জন্য ফুল এনেছি
খোপায় গোলাপ ফুল
আমায় ঘিরে অযোগ্যতার
ভাঙ্গবে তোমার ভুল।
মঙ্গল গ্রহে প্লট কিনেছি
বুধে খামার বাড়ি
আমায় নিয়ে তোমার বাবার
ভীষণ বাড়াবাড়ি।
তোমায় নিয়ে স্বপ্নে আমার
মধ্য রাতে ভোর
সকাল হলেই রাত কেটে যায়
আর কেটে যায় ঘোর।
বিষয়: বিবিধ
৬৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন