কোটা ধর কৌটায় ভর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ এপ্রিল, ২০১৮, ০৫:৩৫:০১ বিকাল
কোটা ছিল কোটা আছে
থাকবে কোটা দ্বন্দে
ফোটায় ফোটায় রক্ত ঝরে
সেই কোটা বন্ধে।
হাসায় কোটা ভাগ পেলে, আর
কাঁদায় কোটা কষ্টে
মাথায় বসে কাঠাল ভাঙ্গে
অযোগ্য আর নষ্টে।
কোটা ছিল, কোটা আছে
থাকবেনা আর বলছি
বন্ধ কর কোটার খেলা
ছাত্র সমাজ জ্বলছি।
বিষয়: বিবিধ
৬১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে এবার বন্ধ কর এসব নিয়ে হাঙ্গামা
মন্তব্য করতে লগইন করুন