বিচ্ছেদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৮, ০৬:০৯:২৮ সন্ধ্যা
এইতো সকাল ছিল সকাল বেলা
দুপুর হতেই মিলিয়ে গেল
এইতো দুপুর ছিল দুপুর বেলা
বিকেল হতেই মিলিয়ে গেল।
এইতো তুমি সকাল, বিকেল
সন্ধ্যে হতেই আঁধার এই
এইতো আঁধার রাত্রি বেলা
সকাল হতেই তুমি নেই।
চেনা সকাল, দুপুর, বিকেল
দিন রাত্রি, চির চেনা
চেনা তুমি ছিলে কাল
নাক ফুলটাই আজ অচেনা।
বিষয়: বিবিধ
৬৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন