জল তরঙ্গ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৮, ১২:০৭:০৩ দুপুর
জলেরও কী তৃষ্ণা পায়
পাহাড় কিংবা নদী
তেষ্টায় জল মন ভরেনা
তোমায় পাই যদি।
জলেরও কী দুঃখ হয়
পাহাড় কিংবা নদী
দুঃখটাকে মেনে নিলাম
পেয়ে হারায় যদি।
জলেরও কী প্রেম হয়
পাহাড় কিংবা নদী
জলই আমার শেষ ভরসা
"না" বল যদি।
বিষয়: বিবিধ
৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন