আমাদের সংসার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ এপ্রিল, ২০১৮, ০৪:২১:৪৫ বিকাল
চলছে লড়াই অস্ত্র ছাড়াই
ফুটছে কড়াই তেলে জল
খাচ্ছে গড়ায় খড়ের মাড়ায়
পাচ্ছে কোথায় অসুর বল।
ছুড়ছে গুলি উড়ছে খুলি
কামান গোলার হুংকারে
কাঁপছে গলি ওড়ছে ধুলি
আতংক তায় ঘুম কাড়ে।
জ্বলছে আগুন ফাগুন মাড়ায়
মান অভিমান সৎকারে
চলছে লড়াই অস্ত্র ছাড়ায়
এই আমাদের সংসারে।
বিষয়: বিবিধ
৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন