ভাল থেকো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ এপ্রিল, ২০১৮, ০৩:২২:১২ দুপুর
একটা চড়ুই ঘাসের উপর খুঁজতে থাকে খাবার
একটা চড়ুই উড়ে এসে ফিসফিসানি আবার
একটা সরু একটা মুটো, উড়ে গেল দু'টো
বলল দিয়া চলো এবার সময় হল যাবার।
একটা রিকশা হাকিয়ে গেল আকাশ ভরা দাম
আরেকটা ফের এগিয়ে এল মুছে কপাল ঘাম
বলল দিয়া যাই, ভালো থাকা চায়
সম্পর্কটা গুটিয়ে আজ পুরল নিলাভ খাম।
ভাল থেকো আকাশ নদী, ভাল থেকো পাহাড়
শরীর স্বাস্থ্যের যত্ন নেবে নিয়মিত আহার
রিকশাটা যায় ছেড়ে, হৃৎপিন্ডটা নেড়ে
দিয়া গেছে যায়নিতো আর গুমোট মেঘের আঁধার।
বিষয়: বিবিধ
৬০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন