রুমালের ভাজে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ মার্চ, ২০১৮, ০৪:৪৯:০৩ রাত
ভাল তো বেসেছিলাম চাঁদকে
স্বাক্ষীও রেখেছিলাম রাতকে
ফস্কা গেরো ছুটে যায় বেকারের
অনিচ্ছায় মেনে নেয় ফাঁদকে।
কালওতো ভাল ছিলাম, আজকে
ইট চাপা থেতলে যাওয়া ঝাঁঝকে
রাত নেই দিন নেই বেকারের
ঘাম এবং সয়ে যায় লাজকে।
সকাল দুপুর মানিয়ে যায় সাঁজকে
পার করে ভাবতে বসে আজকে
মোহগুলো ঝেকে বসে বেকারের
খুলে দেখে রুমালের ভাজকে।
বিষয়: বিবিধ
৬৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন