=-=-=-ভয়=-=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ মার্চ, ২০১৮, ০৬:৩৬:৩৭ সন্ধ্যা
পেছনে তাকাতে আমার ভয়
যেন এপথ আমার নয়।
-
ভুলে ভরা খালি ঘরা
শুনি খনখন বাজে ঠনঠন
বেসুরো তাল ও লয়
যেন এসুর আমার নয়।
-
আমি চলি পথ তবু
পথের ধুলগুলো আর ভুলগুলো
মেখে অস্তিময়
যেন এ শরীর আমার নয়।
-
অক্ষের যদি কক্ষচ্যুতি হয়
হিসেব গুণে জেনেশুনে
কেউকি বুকে টেনে লয়?
পেছনে তাকাতে আমার ভয়।
বিষয়: বিবিধ
৬২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দোয়াটাই কাম্য, বই আপাতত ভাবছিনা, লিখতে ভাল লাগে লিখার সাথে সাথে পোষ্ট করে দিই
মন্তব্য করতে লগইন করুন