দেখছ যা তা না

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মার্চ, ২০১৮, ০১:৪৭:০১ দুপুর

কেউ চায় বাঁচ‌তে

কেউ চায় নাচ‌তে

কার পে‌টে ভাত আ‌ছে

বল দে‌খি ভা‌স্তে।

কেউ চায় সংসার

কেউ সে‌জে সং আর

কার গু‌নে বেচারা

দি‌নে দুই ডং খার?

কেউ চায় ভাগ‌তে

কেউ চায় থাক‌তে

কোনটা টেকসই

সংসার পাত‌তে?

কে চায় ফাঁস‌তে

সবাই‌তো হাস‌তে

চোখ, কান খোলা রে‌খে

বু‌ঝে চল ভা‌স্তে।

বিষয়: বিবিধ

৬১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384877
০৯ মার্চ ২০১৮ রাত ১২:৫৭
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : অনেক দিন পরে ব্লগে এলাম। পুরনো কবিকে খুঁজে পেয়ে ভালোই লাগলো। ধন্যবাদ।
০৯ মার্চ ২০১৮ দুপুর ০৩:০৩
317427
বাকপ্রবাস লিখেছেন : আসসালামুআলাইকুম আপু, কেমন আছেন? জিদ্দাতেই আছি কিলো আরবাতাস।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File