শূণ্যতাও জায়গা দখল করে নেয়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ মার্চ, ২০১৮, ০৯:৪৬:৩৪ রাত

কেমন কেটেছিল মায়ের শৈশব, খেলেছে

কাদের সাথে? খেলার উপসঙ্গগুলো

কি ছিল? বখশী হামিদ দীঘি বৈশাখী মেলায়

গিয়েছিলাম একবার। চড়েছি নাগর দোলা

ষাড়ের লড়াইও দেখেছি। "বছরে একবার

অন্যরকম অনুভূতি ছিল সেখানে যাবার",

মা বলেছিলেন। পয়সা জমিয়ে রাখতো

এটা সেটা কিনবে বলে। কেমন ছিল সেই

সাদাকালো দিনগুলো এবং জীবন যাপন।

শৈশবে আমিও গেছি মেলায়, এক বালতি

পানিতে দশ পয়সা ছেড়ে দিয়ে ভাগ্য পরীক্ষা

করেছিলাম। আমার কন্যা কথা বলার শব্দগুলো

এখনো স্পষ্ট হয়ে উঠেনি। ট্যাব নিয়ে পড়ে থাকে

সারাক্ষণ। মিরুকে এসব কথা বলা হয়নি কখনো।

সেও শুনতে চায়নি কোনদিন, এটাই যেন সম্বল।

সব কথা বলা হয়ে গেলে কেমন যেন খালি খালি..

বিষয়: বিবিধ

৫৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File