ব্যালেন্স

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৮, ০২:৫২:৩৯ দুপুর

কথা যারা বেশী বলে

কাজের বেলা কমকম

অজুহাতের ডালা নিয়ে

বোঝাতে চায় জনজন।

অসময়ে ব্যস্ত ভীষণ

চলাফেরায় হনহন

অকাজের বোঝা নিয়ে

ঘুরে মাথা ভনভন।

কথা যারা কম বলে

ধরে রাখে ভানটা

যেন সব ঠিক আছে

নেই তার দামটা।

প্রশ্ন যত কর তাকে

মাথা নাড়া কাজটা

জবাবটা দেবার আগে

কাগজের ভাজটা।

কম নয় বেশী নয়

কথা হোক বরাবর

স্বাভাবিক যে থাকে

সে পাক সব আদর।

বিষয়: বিবিধ

৬৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File