শূণ্যতা এক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৮, ১০:৫৭:৪৬ সকাল

সম্পর্ক ছিড়ে গেলে ঘ্রিনা কিছুু জমে

শ্বাস কষ্ট বেড়ে যায় নিতে গিয়ে দমে

অরুচি ভর করে আসেনা আর ঘুম

সময়ের ব্যবধানে সবই যায় কমে।

সম্পর্ক ভেঙ্গে গেলে শত্রু হয়ে যায়

জমে থাকা প্রেমগুলো বাষ্প হয়ে যায়

কেউ কারো রাখেনা খবর আর

পুষ্প দিয়ে গাঁথা মালা কাটা হয়ে যায়।

সম্পর্ক অবসানে কত কি'যে হয়

কেউ হয় লাভবান কারো হয় ক্ষয়

এতসব ঘটনায় তবু কিছু রয়ে যায়

শূণ্যতা এক মনকোনে জায়গা করে রয়।

বিষয়: বিবিধ

৬৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File