মনের খোঁজে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মার্চ, ২০১৮, ০২:৪১:১৩ রাত
বউ পেয়েছি মনের মতো
মনটাতো আর পেলামনা
মনের খোঁজে সাত সমুদ্দুর
কোথায় বল গেলামনা।
বউ বলেছে থাক হয়েছে
আর যেওনা থাকরে থাক
ঠিক সময়ে ফিরতে হবে
রেখো মনে কন্যার বাপ।
এবার তবে ফেরার পালা
মন পাবকি ভাবছি তায়
বউ বলেছে জলদি আসো
ঘরে খাবার বাজার নাই।
বিষয়: বিবিধ
৫৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন