খাচ্ছে দাদা বাড়ছে ভূড়ি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মার্চ, ২০১৮, ০৭:৫১:১৯ সন্ধ্যা

মেদভূড়িটা বাড়ছে দাদার

খাচ্ছে ভীষণ মাগনাতে

চেষ্টা তদবীর করছে যারা

পাচ্ছেনা কেউ ভাগ তাতে।

শেয়ার বাজার খাওয়া শেষে

খাচ্ছে লুটে ব্যাংকগুলো

ইয়া বড় ঢেকুর তুলে

দোলায় দাদা ঠ্যাংগুলো।

আসা যাওয়ায় চায়না বাঁধা

চোখটা দাদার ট্রানজিটে

পাবেন দাদা, দিয়ে দেব

যদি বলেন প্রাণ দিতে।

খাচ্ছে দাদা ব্যালট বাকসো

হচ্ছে ভীষণ বৈরাগ্য

খেতে থাকুন এনে দেব

শিক্ষা খাতে নৈরাজ্য।

খাচ্ছে দাদা একলা একা

ভাগটা আবার চাইবে কে?

ও দাদাভাই খাবে কতো

মেদভূড়িটা ফাটবে যে।

বিষয়: বিবিধ

৬৩২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384875
০৭ মার্চ ২০১৮ দুপুর ০২:৫৯
আবু বকর সিদ্দিকী লিখেছেন : ভালো লাগলো
০৭ মার্চ ২০১৮ দুপুর ০৩:৪৩
317423
বাকপ্রবাস লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File