অলীক সুখ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩১:৫২ দুপুর
এমন করে ডাকলে তুমি
কেমন করে না বলি
এমন মায়ায় জড়িয়ে নিলে
কেমন করে পথ চলি।
এমন রূপের বন্যা হলে
কেমন করে ফেরায় চোখ
এমন সৌরভ ছড়িয়ে দিলে
ছড়ায় মনে অলীক সুখ।
কেমন করে থাকলে চুপ
জ্বালি দিয়ে অনল প্রেম
ইচ্ছে করে সুঁই শুতোয়
জড়িয়ে বুকে রাখি ফ্রেম।
---------
বি.দ্র: সেইল্স অপিষের দরজার পাশে ফোটা ফুলটা দেখে মন জুড়াল এবং তাকে ভেবেই এই পদ্য।
বিষয়: বিবিধ
৫৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন