ক্ষমা কর পিলখানা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৭:৪৪ বিকাল



দগদগে ক্ষতটা করে মাথা নতটা

বর্শায় ছেদ করে দিয়ে যায় দিলখানা

পিলখানা।

পচাত্তর লহরী সাতান্ন প্রহরী

জেনেরেখো ভুলিনাই তিলখানা

পিলখানা।

টগবগে ফুটছে কণিকায় ছুটছে

রক্তে প্রতিশোধের শিরফানা

পিলখানা।

হিসেবের খাতাতে গোঁজামিল আতাতে

থাকবেনা বাংলায় পিগছানা

পিলখানা।

ক্ষমা কর সেনাবীর হবনা নতশির

রক্তেই হিসাবের মিলখানা

পিলখানা।

বিষয়: বিবিধ

৭৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File