২১২১২১২১২১২১২১
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২০:১৬ বিকাল
একুশ আসে আর ভাষাকে সংকুচিত করে দিয়ে যায়, আমরা অহংকারী হই আমার ভাষাটাই সবার সেরা অন্য ভাষাকে তুচ্ছ করে দিয়ে যায়, আমরা শিখিনা ভাষার সমন্বয়, সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগের কথা বলি কিন্তু সর্বস্তরে বাংলা ব্যবহারের সামার্থ আছে কিনা সেটাই জানিনা, আর ইংরেজীর মতো ভাষার সাথে বাংলার যে সহপথ চলা প্রয়োজন সেটাই বুঝিনা, একটু উচ্চতর পড়ালেখা করতে গেলে, আইন আদালত করতে গেলে ইংরেজী ছাড়া বাংলায় বুঝাতে বা বুঝতে সক্ষম নয়, তার জন্য বাংলাকে সেই ভাষার অর্থ ও তাৎপর্যের সাথে মিশে আরো সমৃদ্ধ করা প্রয়োজন, সেই পথ চলা রুদ্ধ করার কথা বলি আমরা একুশ এলে। আবার ইংরেজী জানলে যেখানে গর্ববোধ করি পুরো বছর সেখানে হিন্দি জানলে অবজ্ঞার একটা পরিবেশ সৃষ্টি করা হয়, অপরপক্ষে হিন্দি আমরা শুধু বলতে জানি তার গভীরে প্রবেশ করা বা বর্ণমালাটা ধরতে জানিনা, যেটুকু জানি সেটা নাচগানে বা সিরিয়ালে ডুবে থাকার জন্য, ভাষাকে জানার জন্য নয়। সবমিলে একুশ আসুক বাংলাকে সমৃদ্ধ করার জন্য, একুশ আসুক সব ভাষার প্রতি ভালবাসা সৃষ্টি করার জন্য। একুশ আসুক জাতীয় চেতনা বুঝার ও ধারণ করার জন্য।
বিষয়: বিবিধ
৭১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন