রিকশায় যখন পুড়ে মন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৪:০৭ রাত
রিকশাগুলো চলে যায় একে বেকে হেঁকে
আমি চেয়ে থাকি
রিকশাগুলো বলে যায় কী হবে দেখে
আমি আশায় থাকি।
রিকশাগুলো হুক ফেলে কিংবা যায় তুলে
একা নাকি ফাঁকা
রিকশাগুলো যায় ধীরে কিংবা হুলূুস্থুলে
আমার চেয়ে থাকা।
রিকশাগুলো যায় ধেয়ে কত শত যাত্রী
দেখা হয়না কভু
রিকশাগুলো যায় ফেলে সকাল, দুপুর, রাত্রি
চেয়ে থাকি তবু।
বিষয়: বিবিধ
৫২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন