ঘোড়ার ডিম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:১১:১১ দুপুর
একপাল ভেড়া নিয়ে ছাগলের দাবি
ঘোড়া যদি ডিম পাড়ে কে কে খাবি?
হা করে তাকিয়ে ভেড়াদের দলে
ছাগলের মাথা খারাপ কীসব বলে!
ঘোড়া এসে পেড়ে দেয় এই নাও দেখ
ঘাস খেয়ে জীবন পার ডিম পাড়া শেখ।
ভেড়াগুলো ভ্যাবাছেকা আসলেতো তায়
খেয়েপরে কাজ নেই ডিম পাড়া যায়।
মুখ টিপে হাসে ছাগল আহা বেশ বেশ
গাধা আর গর্ধবের ভেড়াদের দেশ।
প্রশ্নপত্র ফাস হওয়া সেই দেশে রীতি
ঘোড়ার ডিম খেলে বাড়ে প্রেমপ্রীতি।
বিষয়: বিবিধ
৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন