যত দোষ নন্দ ঘোষ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৯:২৩ দুপুর
হুজুর কি আর আগের মতো আছে?
কথা বলে মেপে মেপে
নিজের স্বার্থ বাছে।
হুজুর হাসে আযান শেষ হলে
আযান শুনে হকবাদীরা
কোথায় গেল চলে?
কোন তরিকায় বদলাতে চাও সমাজ?
কোন কিছুই কাজ হবেনা
সবার আগে নমাজ।
হুজুর ঠিকই আগের মতো আছে
নিজের হিসেব ধার ধারিনা
লাগি পরের পাছে।
বিষয়: বিবিধ
৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন