আগুনের কিনারায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:১২:২৪ সন্ধ্যা
যাবেকি যাবেনা দোটনায় সাবিনা
রুবিনা বলেছে খবরদার যাবিনা।
মোবাইলটা সাইলেন্ট থরথরে কাঁপছে
ওপারে সুমনের মনটাযে নাচছে।
দু'জনের প্ল্যান ছিল সারাদিন ঘুরবে
চটপটি ফোচকা মুখেমুখে পুরবে।
সন্ধ্যায় কল করে লেইট হবে আম্মি
বলে দেবে ভয় নেই সাথে আছে শাম্মি।
মন বলে উড়ে যাই ভয়টাও জাগছে
ফোনটাও ধরেনা সুমনটা রাগছে।
যাবেযাবে করে আর সাবিনা যায়নি
সুমনের প্ল্যানটা আলোর দেখা পায়নি।
মনটাকে ধরেবেঁধে ক'জনইবা রাখছে
ভ্যালেন্টাইন ডে তে প্রশ্নটা থাকছে।
বিষয়: বিবিধ
৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন