বাসন্তিক হাইকু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪১:৫৫ দুপুর
.
কুকিল ডাকে
পাতার ভাঁজে ভাঁজে
প্রেমিকা থাকে।
.
ফুলেরা ফোটে
নির্বোধ চেয়ে থাকে
ভ্রমরে লুটে।
.
হলদে ফুল
বসন্তে দোল খায়
কানের দুল।
.
বসন্ত কাল
কাঁপছে মোবাইল
ঠোঁট ও গাল।
.
মুছে হসন্ত
আবার এসো ফিরে
প্রিয় বসন্ত।
বিষয়: বিবিধ
৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন