এমন যদি হয়!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:০৪:৪১ দুপুর
ধাক্কা দিলে পড়ে গেলাম
হাসির তোড়ে মরে গেলাম
বিনিময়ে খেই হারালাম
মন ভরালাম আর প্রাণ ভরালাম।
হাত বাড়ালে ধাক্কা খেলাম
পা বাড়োলে কাছে এলাম
বিনিময়ে খেই হারালাম
মন ভরালাম আর প্রাণ ভরালাম।
মন বাড়ালে মন বাড়ালাম
রং ছড়ালে রঙ্গিন হলাম
বিনিময়ে তোমায় পেলাম
মন ভরালাম আর প্রাণ ভরালাম।
বিষয়: বিবিধ
৬১২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন