***********টাকা*************
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৬:৫৫ দুপুর
তাহারে লইয়া আমার কোন কবিতা নাই
যাহারে বাসি ভালো
তাহারে আমি আজকে চাই
চেয়েছিলাম কালও।
তাহার কোন মন নাই
কেবল রূপের বাহার
তাহার জন্য কাইন্দা কাইটা
খাওয়া হয়না আহার।
তাহারে কেউ বুকে জড়ায়
পাছার পেছনে তাও
খাইয়া দাইয়া ছাইড়া দিমু
আমার কাছে আও।
বিষয়: বিবিধ
৬৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন