পেন্সিল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৮:৪৯ দুপুর



বপন করলে গাছ হয়

টুম্পামনি তায়

পেন্সিলখানা পুঁতে দিয়ে

গাছের অপেক্ষায়।

সকাল বিকাল পানি দিল

কঞ্চি দিয়ে ঘেরা

তিড়িবিড়িং ছাগলছানা

দুষ্টুমিতে সেরা।

ধরবে পেন্সিল থোকায় থোকায়

দারুণ মজা হবে

নিত্য নতুন পেন্সিল দেখে

অবাক হবে সবে।

একটা দেবে স্বপ্নাকে আর

একটা পাবে টুশি

একে একে পাবে সবাই

কী'যে হবে খুশি।

দিনে দিনে সপ্তাহ পার

ফুটছেনাতো চারা

জনেজনে হাসল সবে

শুনতে পেল যারা।

মামা বলে পাগলি মেয়ে

আমার কাছে আয়

এইযে নাও রং পেন্সিল

ছবি আঁকা চায়।

বিষয়: বিবিধ

৫৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384784
১১ ফেব্রুয়ারি ২০১৮ দুপুর ০১:২৪
আবু জারীর লিখেছেন : পেন্সিল গাছ!
১১ ফেব্রুয়ারি ২০১৮ দুপুর ০২:৪৯
317344
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File