পেন্সিল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৮:৪৯ দুপুর
বপন করলে গাছ হয়
টুম্পামনি তায়
পেন্সিলখানা পুঁতে দিয়ে
গাছের অপেক্ষায়।
সকাল বিকাল পানি দিল
কঞ্চি দিয়ে ঘেরা
তিড়িবিড়িং ছাগলছানা
দুষ্টুমিতে সেরা।
ধরবে পেন্সিল থোকায় থোকায়
দারুণ মজা হবে
নিত্য নতুন পেন্সিল দেখে
অবাক হবে সবে।
একটা দেবে স্বপ্নাকে আর
একটা পাবে টুশি
একে একে পাবে সবাই
কী'যে হবে খুশি।
দিনে দিনে সপ্তাহ পার
ফুটছেনাতো চারা
জনেজনে হাসল সবে
শুনতে পেল যারা।
মামা বলে পাগলি মেয়ে
আমার কাছে আয়
এইযে নাও রং পেন্সিল
ছবি আঁকা চায়।
বিষয়: বিবিধ
৫৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন