বর্ণমালার ছড়া -১০ (শেষ পর্ব)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫০:০৪ সকাল
ৎ তে বিদ্যুৎ
জ্বালিয়ে দাও আলো
দূর হবে অন্ধকার
সাদা হবে কালো।
ং এ বাংলাদেশ
আমার দেশের নাম
মূল্য দিয়ে যায়না কেনা
অমূল্য যে তার দাম।
ঃ তে দুঃখ
এলে কান্না পায়
দুঃখ ছাড়া হয়না জীবন
খুজেঁ পাওয়া দায়।
ঁ তে পেঁচা
নিশাচর পাখি
রাতের সাথে তাই
ভীষণ মাখামাখি।
বিষয়: বিবিধ
৫১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন